Review : biz-care-logo

ব্যবসা শুরু করার আগে কি কি প্ল্যান করা উচিৎ তার উপর এক ঘন্টার একটি মাস্টারক্লাস

২০২০ সালে যখন আমি ডিজিটাল মার্কেটিং ও অনলাইন ব্যবসার উপর একটি কোর্স শুরু করি সেখান থেকে অনেক স্টুডেন্ট সফলভাবে এফ-কমার্স ব্যবসা শুরু করেছিলো। তাদের সাথে আমি কিছু ফেসবুক লাইভ করি, যেখানে তারা কিভাবে সফল হয়েছে তা বর্ণনা করেছে।

ক্লাস ৮ এ পড়ে এমন স্টুডেন্টও যেমন ব্যবসা শুরু করেছে আবার বয়স্ক হুজুর, পুলিশ, চাকরীজীবি সহ বিভিন্ন পেশার মানুষও এখানে রয়েছে। আশা করি লাইভ ভিডিও গুলোর রেকর্ড দেখলে আপনি অনেক বেশি উপকার পাবেন।

সত্যি বলতে, যখন আমি ২০২০ সালে স্টুডেন্টদের মার্কেটিং ও ব্যবসা নিয়ে প্রশিক্ষণ দিচ্ছিলাম তখন আমি আজকের মত এত ট্রিক্স ও ট্র্যাটেজি জানতাম না। তবুও যা শিখিয়েছি তা দিয়েই অনেক বড় বড় ব্যবসা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ গত ৩ বছরে আমি নিজেও অনেক কিছু শিখেছি, শিখিয়েছি এবং প্রয়োগ করে সফল ব্যবসাও করেছি। তাহলে চিন্তা করুন এখন আমার সাহায্য ও গাইডলাইন মেনে চললে আপনি ইনশাল্লাহ কত দ্রুত সফল হতে পারবেন.??

© 2023 Biz Care IT. All Rights Reserved. Designed By Nerob Pikash