ই-কমার্স বা এফ কমার্স ব্যবসা বড় করতে হলে প্রথম যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে মার্কেটিং কৌশল জানা।
ব্যবসা যেমনই হোক না কেন মার্কেটিং কৌশল যদি সঠিক না হয় তবে কোনো ব্যবসা বড় করা সম্ভব নয়।
ই-কমার্স বা এফ কমার্স ব্যবসার প্রচার প্রসারে আজকে আমরা কথা বলব একটি নির্দিষ্ট মার্কেটিং কৌশল নিয়ে।
FOMO (Fear of Missing Out) মার্কেটিং স্ট্রাটেজি ।
FOMO মার্কেটিং কী?
FOMO , হলো হারিয়ে ফেলার ভয়। মানুষকে কোন একটি কাজ দ্রুত করানোর মনস্তাত্ত্বিক কৌশল।
সবাই পেতে চায়,কেউ কিছুই হারাতে চায় না। যদি হারানোর সংকেত পায় তবে সেটি পাবার জন্য আমরা উৎসাহী হয়ে উঠি।
মানুষের আচরণের এই বিশ্লেষণকে কাজে লাগিয়ে তাদের মধ্যে হারানোর শঙ্কা জাগিয়ে তুলে পাবার আগ্রহ বাড়িয়ে বেচাকেনা করার পদ্ধতিকে ফোমো মার্কেটিং বলে।
কোন কিছু হারিয়ে ফেলার ভয় মানুষের মাঝে সব সময় ছিল এবং এখনো আছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে এটি আরও বেশি বিস্তার লাভ করেছে
ইয়ং, এডাল্ট ও টিনেজারেরা এই মার্কেটিং কৌশল দ্বারা নিশ্চিতভাবে প্রভাবিত হয় এবং তাদের কাছে বেচাকেনার জন্য এই কৌশল দারুন কার্যকরী।
অর্থাৎ এই ধরনের অ্যাড দেবার জন্য সোশ্যাল মিডিয়া ইউজার হতে পারে আপনার আদর্শ টার্গেট অডিয়েন্স।
কিভাবে ই কমার্স বা এফ কমার্স বিজনেসে ফোমো মার্কেটিং করতে হয়,চলুন জানি :
১. আপনার কাস্টমার কে রিয়াল টাইম সেলস আপডেট জানান ।
২.আপনার কাস্টমার কে সুযোগ মিস করার ভয় অনুভব করান ।।
৩.লিমিটেড টাইম অফার বা লিমিটেড এডিশন প্রোডাক্ট এর মাধ্যমে ।
৪.কাউন্টডাউন টাইমার এর মাধ্যমে।
৫.সীমিত পরিমাণ প্রোডাক্ট দেখানোর।
৬.স্টকের পরিমান প্রদর্শন করুন ।
৭.কাস্টমারদের দ্রুত চেকআউট করতে উৎসাহিত করুন ।
৮.জনপ্রিয় আইটেমগুলি প্রদর্শন করুন ।
আপনি যদি আপনার ই-কমার্স বা এফ-কমার্স মার্কেটিং কৌশলে FOMO(Fear of Missing Out) মার্কেটিং স্ট্রাটেজি ব্যবহার করেন তবে আরো বেশি কাস্টমার আকর্ষণ করতে পারবেন এবং বিক্রয় বাড়াতে সক্ষম হবেন।
আপনার বিজনেসে আপনি কী কখনো FOMO ব্যবহার করেছেন?
FOMO মার্কেটিং নিয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সাথে।